রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ রাজশাহী অভিযানে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন এবং অন্যান্য অপরাধে ৮ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: বাবু (২৮), মো: সাদেক হোসেন (৭০), মো: শরিফুল ইসলাম ওরফে সাগর (৩৯) ও মো: কাওসার রহমান ওরফে রাজেশ (৪০)।
বাবু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া এলাকার বাবলু শেখের ছেলে। সে ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাদেক হোসেন শাহমখদুম থানার বড়বনগ্রাম মহলদারপাড়ার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে। তিনি শাহমখদুম থানা ১৭ নম্বর ওয়ার্ড পূর্ব আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, যুবলীগ কর্মী শরিফুল একই থানার উত্তর নওদাপাড়ার মো: আব্দুর রশিদের ছেলে এবং কাওসার একই এলাকার মো: আব্দুস সোবহানের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।