যেকোনো পরিস্থিতিতে মাতৃভূমিকে রক্ষায় বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: এয়ার চিফ


, আপডেট করা হয়েছে : 05-05-2025

যেকোনো পরিস্থিতিতে মাতৃভূমিকে রক্ষায় বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: এয়ার চিফ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, মাতৃভূমিকে রক্ষা করার জন্য যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বদা প্রস্তুত।


সোমবার (৫ মে) ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫-এ এ কথা বলেন তিনি।


এ সময় সদস্যদের কঠোর পরিশ্রম এবং পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, বাহিনীর ২৩ হাজার ১৬ ঘণ্টা নিরাপদ উড্ডয়ন সম্ভব হয়েছে। যা বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রমের সাফল্য এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এ সময়,  অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটিসমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনারা উপস্থিত ছিলেন।

 

এদিকে, কক্সবাজারকে ‘আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ এবং ৫ নম্বর বহরকে ২০২৪ সালের সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য ‘আন্তঃবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ প্রদান করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি।

 

এছাড়া, এ বছর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির জহুরুল হক বিমান প্রকৌশল বহরকে সেরা প্রকৌশল বহর হিসেবে ‘বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি’ প্রদান করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার