ভারত-পকিস্তান যুদ্ধ পরিস্থিতি প্রলম্বিত হলে বাংলাদেশের অর্থনীতিতে তো বটেই, উপ- মহাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও রাজনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা।
বাংলাদেশের পরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ' করছে বাংলাদেশ। দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে দুই দেশকে শান্ত ও সংযত থাকা এবং পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ মনে করে, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে, যা এই অঞ্চলের জনগণের কল্যাণ বয়ে আনবে।
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ কোনো পক্ষ নয়। তাই বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।
তারা মনে করেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি প্রলম্বিত হলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে ব্যবসা-বণিজ্যে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা না কমলে দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক ভূরাজনীতিতেও এর প্রভাব পড়বে। এই অঞ্চলকে ঘিরে বিশ্বের শক্তিগুলো যদি সরাসরি অবস্থান নেয়, তাতে বাংলাদেশের জন্য আরো জটিলতা তৈরি হবে বলেও মনে করেন তারা।
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার সম্ভাব্য প্রভাব জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক লে. জেনারেল (অব.) আমিনুল করিম ডয়চে ভেলেকে বলেন, হয়তো ঢাকার রাস্তায় ভারত-পকিস্তান যুদ্ধের প্রতিক্রিয়া দেখাতে চাইবে কিছু মানুষ। কিছু ইসলামি দল মিছিল করতে পারে। কিন্তু দেশে অধিকাংশ সাধারণ মানুষ কোনো পক্ষ নেবে না বলেই আমার ধারণা। আর এখানে যারা এটা নিয়ে রাস্তায় প্রতিক্রিয়া দেখাতে চাইবে, তাদের সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। আমরা কোনো যুদ্ধ চাই না। আমরা শন্তির পক্ষে।
তার কথায়, যুদ্ধ দীর্ঘায়িত হলে এখানেবৃহৎ শক্তির খেলা হওয়ার আশঙ্কা আছে। চীন একটি পক্ষ নেবে। যুক্তরাষ্ট্রও একটি পক্ষ নেবে। ইসরায়েল তো তার অবস্থান এরই মধ্যে প্রকাশ করেছে। ভারত ও পাকিস্তানও তখন চাইবে বাংলাদেশও তার অবস্থান প্রকাশ করুক। কিন্তু বাংলাদেশকে এসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট থাকতে হবে। কোনো পক্ষ নেওয়া যাবেনা।
আরও বড় যুদ্ধ শুরু হলে এখানে অস্ত্র বিক্রি হবে। দুই দেশের কাছেই অস্ত্র বিক্রি হবে। এখানে আমেরিকা অস্ত্র বিক্রি করবে, চীন করবে। ফলে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। সকালে দুই দেশের মধ্যে সংঘাতের খবরে বাংলাদেশের সাধারণ মানুষসহ সব মহলই তো এক ধরনের উদ্বেগ অনুভব করছে। এক ধরনের অস্থিরতা তো শুরুই হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে অর্থনীতির ওপর। ওই দুই দেশের ওপর পড়বে, বাংলাদেশের ওপরও পড়বে, বলেন তিনি।
"যেমন, ভারত সীমান্তে রেড অ্যালার্ট দিয়েছে। তার একটা প্রতিক্রিয়া তো আছে। আমাদের সীমান্তে রেড অ্যালার্ট কেন?”
অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে কেমন প্রভাব পড়তে পারে?
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস)-এর পরিচালক এবং অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, এর দুই ধরনের অর্থনৈতিক প্রভাব আছে। বাংলাদেশের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ঝুঁকির মুখে পড়তে পারে। আমরা এখন পাকিস্তান থেকেও আমদানি বাড়িয়েছি। এখন জাহাজ চলাচল বিঘ্নিত হবে। এবং ভারতের সাথে যে বাণিজ্য আমাদের, তা প্রধানত স্থল ও জল পথে হয়ে থাকে। পাকিস্তান প্রতিশোধ নেবে বলেছে। এখন যদি তারা ভারতের গুজরাটসহ অর্থনৈতিক হাবগুলোতে হামলা চালায়, তাহলে ভারতের সথেও আমাদের বাণিজ্যে কিছুটা হলেও বাধা তৈরি হবে। আমাদের রপ্তানিও বাধার মুখে পড়তে পারে। আমরা দুই দেশ থেকেই শিল্পের কাঁচামাল আনি। বিশেষ করে, পোশাক এবং ওধুধ শিল্পের জন্য। ফলে এখানে শিল্প উৎপদনের ওপরও প্রভাব পড়তে পারে।