‘পাকিস্তানের ভারী গোলাবর্ষণে’ কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গত বৃহস্পতিবার রাতে এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়। খবর দ্য হিন্দুর।
নিহত সেনাসদস্য এম মুরলি নায়েক (২৭) অন্ধ্র প্রদেশের শ্রী সত্য সাঁই জেলার বাসিন্দা। মুরলির নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তার মা-বাবার সঙ্গে ফোনে কতাহ বলেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
এর আগে পাকিস্তানের বেশ কয়েকজন মন্ত্রী ভারতীয় সেনাদের হতাহতের কথা জানান। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, ভারতের প্রায় ৫০ জনের মতো সেনা নিহত হয়েছে। অন্যদিকে সংঘাতে ভারতের ২৫ সেনা নিহত হওয়ার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
তবে বুধবার পর্যন্ত ভারত জানিয়েছে, ‘পাকিস্তানের গোলাবর্ষণে’ ১৫ বেসামরিক নাগরিকসহ ১৬ জন নিহত হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকেই দুই প্রতিবেশির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর প্রতিশোধ দিতে গত মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পর থেকেই দুই দেশের মধ্যে হামলা-পালটা হামলা চলছে।
সবশেষ শনিবার (১০ মে) সকালেও দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।