বিচ্ছেদের পর কথা রাখলেন কনা


, আপডেট করা হয়েছে : 02-07-2025

বিচ্ছেদের পর কথা রাখলেন কনা

সপ্তাহ খানেক আগেই বিবাহবিচ্ছেদের খবর দিয়েছেন দিলশাদ নাহার কনা। ওই বিবৃতিতে গায়িকা জানান, ব্যক্তিগত সংকট পেরিয়ে এখন তিনি সংগীতে পুরোপুরি মনোযোগ দিতে চান। শুধু বলার জন্যই বলেননি, সত্যিকার অর্থেই সে কথা রাখলেন কনা। দিলেন নতুন গানের সংবাদ।


আসছে কণার নতুন গান ‘সোনা জান’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে আদিব কবির। নির্দেশনায় মোহন ইসলাম।


 কে এম মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হবে শিগগির।


এ গানের ভিডিওতে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার ও অমিত পাল। এই প্রথম বাংলাদেশে কাজ প্রসঙ্গে অলিভিয়া বলেন, ‘খুব ভালোবাসা আর সম্মান পেয়েছি। কাজ করার পাশাপাশি মানসিক শান্তিরও প্রয়োজন, যেটা পরিবেশ ভাল না থাকলে সম্ভব নয়।


এই কাজটা করে, সত্যিই খুব ভাল লেগেছে।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার