নিখোঁজ ব্যক্তি: বাক ও শ্রবণ প্রতিবন্ধী


, আপডেট করা হয়েছে : 03-07-2025

নিখোঁজ ব্যক্তি: বাক ও শ্রবণ প্রতিবন্ধী

রাজশাহী জেলার বিমানচত্বর এলাকার বাসিন্দা এক নারী গতকাল দুপুরের পর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী—তিনি কথা বলতে পারেন না এবং কানে শুনতেও পান না।

 তিনি রাজশাহী সদর থানার চন্দ্রিমা থানাধীন ফিরোজাবাদ এলাকার আলিফ লাম মিম ভাটার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের সময় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তাঁর সন্তানদের মধ্যে বড় ছেলে বেলাল ও মেয়ে সাথী দীর্ঘক্ষণ ধরে খুঁজেও তার কোনো খোঁজ পাচ্ছেন না।


পরিবারের অন্যান্য আত্মীয়-স্বজনদের মধ্যে রয়েছেন:


সেন্টু সর্ণকার


পান্না (বিমানচত্বর মোড়ে মুদি দোকান রয়েছে)


রানা (রং মিস্ত্রি)


সুজন ও আরিফ



যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছবিতে থাকা এই নারীকে দেখে থাকেন বা তাঁর কোনো সন্ধান পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে:


📞 বেলাল – 01781465721


আপনার একটি ফোন তাদের পরিবারের জন্য আশার আলো হতে পারে।


— পরিবারের পক্ষ থেকে অনুরোধ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার