আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক সম্মেলন রাজশাহীতে অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 04-07-2025

আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক সম্মেলন রাজশাহীতে অনুষ্ঠিত

রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে “আদর্শ সমাজ গঠনে ইমামদের করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ ইমাম সম্মেলন।


বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ২টায় ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন,


> “ইমাম ও খতিবদের এখন ঐক্যবদ্ধ হবার সময়। আমরা আল্লাহর বিধানকে বাংলাদেশে চালু করবো, অন্য কোনো বিধান নয়। সব মতবাদ আজ ব্যর্থ— আগামী হলো ইসলামের বাংলাদেশ। সময় এসেছে বাতিল ও জাহেলিয়াতকে উপড়ে ফেলে ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েমের জন্য একযোগে কাজ করার।”




অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালিমুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা মো: আব্দুল হালিম।


সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মসজিদ মিশনের সভাপতি প্রফেসর ড. মো: নিজাম উদ্দীন।


বক্তারা আদর্শ সমাজ গঠনে ইমামদের সাহসী ভূমিকার উপর গুরুত্বারোপ করেন এবং সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।


📌 আয়োজনটি ইমাম ও ধর্মীয় নেতৃত্বের মাঝে ঐক্য, দায়বদ্ধতা ও আদর্শিক দিকনির্দেশনা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার