আশুরার দিন রাসুল (সা.) যা করতেন


, আপডেট করা হয়েছে : 05-07-2025

আশুরার দিন রাসুল (সা.) যা করতেন

মহররম মাসের দশম দিন পবিত্র আশুরা। দিনটি ইসলামের গুরুত্বপূর্ণ দিবস হিসেবে স্বীকৃত। রাসুল (সা.) ওইদিন রোজা রাখতেন। হাদিস শরিফে এসেছে, 


عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ


আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি আল্লাহর কাছে আরাফাতের দিনের রোজার ব্যাপারে আশা করি, তিনি এর মাধ্যমে আগের এক বছর এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।


(সহিহ মুসলিম, হাদিস : ১১৬২)



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার