ব্যাটে-বলে আবারও নিদারুণ ব্যর্থ সাকিব, টানা দ্বিতীয় হার তার দলের


, আপডেট করা হয়েছে : 14-07-2025

ব্যাটে-বলে আবারও নিদারুণ ব্যর্থ সাকিব, টানা দ্বিতীয় হার তার দলের

নিজের সেরাটা বুঝি প্রথম ম্যাচেই দিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ফিফটি আর ৪ উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন। এরপর থেকে নিজেও পারফর্ম করতে পারছেন না, তার দল দুবাই ক্যাপিটালসও জিততে পারছে না। 


এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে নিদারুণ ব্যর্থ হলেন সাকিব। মাত্র ১৩৯ রানের লক্ষ্যও তাতে তাড়া করতে পারেনি দুবাই ক্যাপিটালস। হেরেছে ৫৭ রানের বিশাল ব্যবধানে।


গায়ানা আজ সকালে টস জিতে ব্যাট করতে নামে। মঈন আলীর ৩৮ বলে ৪০ আর শেরফান রাদারফোর্ডের ২৩ বলে ৩৩ রানের ইনিংসে ভর করে দলটা তুলে নেয় ১৩৮ রানের লক্ষ্য। দুবাইয়ের পক্ষে কালিম সানা ৪ উইকেট নেন, একটি করে উইকেট তুলে নেন ডমিনিক ড্রেকস, গুলবাদিন নাইব আর কাইস আহমেদ।


সাকিব বল হাতে ৪ ওভারই করেছেন। যথেষ্ট কিপটে বোলিং করেছেন তিনি, ২১ রান দিয়েছেন। তবে উইকেটের দেখা পাননি তিনি। এরপর ব্যাট হাতেও কিছুই করতে পারেননি। ৫ বলে ৪ রান করে আউট হয়েছেন মঈন আলীর বলে।


তার আগে তার সতীর্থরাও ছিলেন ব্যর্থ। পুরো ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মোটে তিন জন, সেদিকউল্লাহ আতাল ২৫, নিরোশান ডিকওয়েলা ২৬ আর ১০ রান করেন কাইস আহমেদ। ৪ উইকেট নিয়ে দুবাইকে ধসিয়ে দেন ইমরান তাহির। তাতেই সাকিবের দলকে হারতে হয় ৫৭ রানের বিশাল ব্যবধানে।


অথচ গ্লোবাল সুপার লিগে শুরুটা দারুণই হয়েছিল সাকিবের। প্রথম ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছিলেন। ৫৭ রানের অপরাজিত ইনিংসের পর ৪ উইকেট তুলে একাই ধসিয়ে দিয়েছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে। 


তবে এরপর থেকেই যেন ভাটার টান তার ব্যাট আর বলে। ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচে দুই অঙ্কে যেতে পারেননি, বোলিংয়েও পাননি উইকেটের দেখা। এবার একই দৃশ্যের অবতারণা ঘটল গায়ানার বিপক্ষেও। ফলে তার দলও জয়ের দেখা পেল না।


এই হারের ফলে তার দল নেমে গেছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। ৩ ম্যাচে ২ পয়েন্ট তাদের, নেট রান রেটটাও ঋণাত্মক, -০.৯৭১। ওদিকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩ ম্যাচে ২ জয় নিয়ে আছে শীর্ষে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার