৬ বছর পর পাকিস্তানকে হারাল উইন্ডিজ


, আপডেট করা হয়েছে : 11-08-2025

৬ বছর পর পাকিস্তানকে হারাল উইন্ডিজ

পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদটা কেমন, সেটা বুঝি ভুলতেই বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ বিশ্বকাপের পর থেকে যে দলটা আর জিততেই পারেনি পাকিস্তানের বিপক্ষে। ভুলতে বসা সেই স্বাদটা ৬ বছর পর আবারও পেল ওয়েস্ট ইন্ডিজ। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা তুলে নিয়েছে ৫ উইকেটের দারুণ এক জয়। এতে সিরিজেও ১-১ সমতা ফিরে এসেছে। 


বৃষ্টির কারণে ম্যাচে একাধিকবার খেলা বন্ধ হয়। ৩৭ ওভারে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৭১ রান। টপ অর্ডার ব্যর্থই হয়েছে এই ম্যাচে। দুই ওপেনার ভালো শুরু করেও ধরে রাখতে পারেননি। সাইম আইয়ুব করেছেন ২৩, আব্দুল্লাহ শফিক আউট হয়েছেন ২৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান এসেছে আগের ম্যাচের নায়ক হাসান নওয়াজের ব্যাট থেকে। হুসেইন তালাত করেন ৩১ রান। 


বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। ইনিংসের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেরফান রাদারফোর্ড ৩৩ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে স্বাগতিকদেরকে ফিরিয়ে আনেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের রানের গতি বেড়ে যায় এবং পাকিস্তানি বোলাররা চাপে পড়ে যান।


শেষ দিকে রস্টন চেজ ৪৯ রানে অপরাজিত থাকেন এবং জাস্টিন গ্রিভস ২৬ রানে অপরাজিত থেকে তার সঙ্গ দেন। দুজনে মিলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ জেতান। শেষ মুহূর্তে চেজ কভার দিয়ে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন এবং উচ্ছ্বাসে মুঠো পাঁকিয়ে উদযাপন করেন।


এই জয় শুধু সিরিজে সমতা ফিরিয়ে আনেনি, বরং ওয়েস্ট ইন্ডিজের জন্য আত্মবিশ্বাসও ফিরিয়ে এনেছে। ২০২৩ বিশ্বকাপে খেলতে না পারা দলটি ২০২৭ সালের আসরের জন্য নতুন করে দল গঠনের পথে রয়েছে। এই ম্যাচে ব্যাটিংয়ে যেমন উন্নতি দেখা গেছে, তেমনি বড় ম্যাচে চাপ সামলানোর সক্ষমতাও প্রমাণ করেছে তারা।


আগামী মঙ্গলবার একই মাঠে সিরিজের তৃতীয় ও নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ওয়েস্ট ইন্ডিজ এবার সুযোগ পাবে পাকিস্তানের বিপক্ষে বহু প্রতীক্ষিত সিরিজ জয়ের ইতিহাস গড়ার।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার