রাজশাহীতে ২৪ ঘণ্টায় বাড়েনি পদ্মার পানি


, আপডেট করা হয়েছে : 14-08-2025

রাজশাহীতে ২৪ ঘণ্টায় বাড়েনি পদ্মার পানি

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বাড়েনি। বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে নদীটির পানি।


পদ্মার পানির উচ্চতা পরিমাপক পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, বুধবার সকাল ৯টায় উচ্চতা মাপা হয় ১৭ দশমিক ৪৯ মিটার। বৃহস্পতিবার সকাল ৯ টায় পানির উচ্চতা ছিল একই সমান। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা মাপা হয় ১৭ দশমিক ৪৬ মিটার। রাজশাহী শহরে পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সে অনুযায়ী বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।


রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, আগামী তিন দিন পানি বৃদ্ধির পূর্বাভাস নাই। এরপর পানি কমতে শুরু করবে। 

এদিকে পদ্মার পানি বাড়ায় চরাঞ্চলের কিছু কিছু ঘরবাড়িতে পানি ঢুকেছে। মানুষ গরু-ছাগল ও পরিবারের সদস্যদের নিয়ে উঁচুস্থানে অবস্থান নিচ্ছেন।


এলাকাবাসী জানায়, শহররক্ষা বাঁধের নিচে নগরীর পঞ্চবটি, তালাইমারি, কাজলা, পাঠানপাড়া, বুলনপুর, শ্রীরামপুর এলাকার ঘরবাড়িতে পানি উঠেছে। তাদের অনেকেই জিনিসপত্র নিয়ে শহররক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন।


এদিকে রাজশাহী শহর থেকে দক্ষিণে ভারত সীমান্ত সংলগ্ন চরখিদিরপুর, খানপুর ও মিডলচর ডুবে গেছে। এসব এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে গবাদিপশু নিয়ে রাজশাহী শহররক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ উঠেছেন আত্মীয়-স্বজনের বাড়িতে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার