ভাটার দিনেও জোয়ার আনলেন হাবিব-ন্যান্‌সি


, আপডেট করা হয়েছে : 02-09-2025

ভাটার দিনেও জোয়ার আনলেন হাবিব-ন্যান্‌সি

অনেকে বলেন, ইউটিউবে গানের ভিউ আগের মতো নেই। এই ভাটার সময়েও জোয়ার এনে দিলেন হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি। তাঁদের গাওয়া দ্বৈত গান ‘ভালোবাসি শুধু যে তোমারে’ ইউটিউবে দারুণ সাড়া পাচ্ছে। মাস দুয়েক আগে প্রকাশিত গানটির ভিউ ছাড়িয়েছে এক কোটি।


গানটি আরেকটি কারণেও বিশেষ; তা হলো ইমরান মাহমুদুলের সুর-সংগীতে প্রথমবার একসঙ্গে গেয়েছেন হাবিব-ন্যান্সি। কথা লিখেছেন আহমেদ রিজভী। গানটি ব্যবহৃত হয়েছে জাহিদুল ইসলাম সুজনের নাটক ‘হৃদয়ের কথা’য়।


গানের ভিডিওতে দেখা গেছে জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীকে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার