রাজশাহীতে জমা পড়েছে ৯ মামলার অভিযোগপত্র


, আপডেট করা হয়েছে : 04-09-2025

রাজশাহীতে জমা পড়েছে ৯ মামলার অভিযোগপত্র

রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের ৯ মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে সাকিব আনজুম ও আলী রায়হান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি রাখা হয়েছে। এছাড়া হামলার অন্য সাতটি মামলায় অভিযুক্ত করা হয়েছে আরও ২৮৫ জনকে।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, তদন্ত শেষে গত দুদিনে আদালতে ৯টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।

গত বছরের ৫ আগস্ট রাজশাহী মহানগরীর কল্পনা হল মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া খেয়ে শাহ মখদুম কলেজের পাশের একটি বাড়িতে আশ্রয় নেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আনজুম। সেখানেই তাঁকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা মাইনুল ইসলাম ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে গত বছরের ২৩ আগস্ট বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। এ মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, খায়রুজ্জামান লিটনসহ ১১৭ জনকে আসামি করা হয়।


এছাড়া পুঠিয়ার শীলমাড়িয়া এলাকায় সংঘর্ষ চলাকালে কল্পনার মোড়ে গুলিবিদ্ধ হয়ে আলী রায়হান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১৯ আগস্ট আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া থানায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও এক হাজার ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

সূত্রঃ সমকাল



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার