পৈত্রিক জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 10-09-2025

পৈত্রিক জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন

রাজশাহীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা মো: জয় শেখ তার পরিবারের ওপর সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর)  সন্ধায় ৭ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মো: জয় শেখ জানান, তার পিতা মো: রফিক এবং তার চাচাদের নামে খারিজকৃত ৭ কাঠা পৈত্রিক জমি দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি আফসার আলী নামে এক ব্যক্তি জাল কাগজপত্র তৈরি করে ওই জমির মালিকানা দাবি করে এবং গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে ভাড়াটে সন্ত্রাসীসহ তাদের জমি দখলের চেষ্টা চালায়।

এ সময় আফসার আলী এবং তার সহযোগীরা তাদের পরিবারের উপর হামলা চালায়। হামলায় মো: রফিক গুরুতর আহত হন। ধারালো ছুরির আঘাতে তার ডান হাতের কবজিতে গভীর ক্ষত হয়, দুটি রগ কেটে যায় এবং অপারেশনের মাধ্যমে ২৪টি সেলাই দিতে হয়। এছাড়া মাথায় রডের আঘাতে ও বাম হাতের বৃদ্ধাঙ্গুলে মারাত্মক জখম হয়।

জয় শেখ অভিযোগ করেন, তিনি বাবাকে বাঁচাতে গেলে রেজাউল ও জিয়া নামের দুই হামলাকারী তাকে পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার মেজো চাচি মোসা: জিনা বেগম, চাচি মোসা: জোসনা বেগমকেও আফসার আলীর মেয়ে ও নাতি কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করা হয়।

আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মো: জয় শেখ অভিযোগ করেন, হামলার পর হামলাকারীরা উল্টো মিথ্যা সংবাদ সম্মেলন করে তাদের পরিবারকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন মো: জয় শেখ। এ সময় উপস্থিত ছিলেন তার মেজো চাচি জিনা বেগম, জোসনা বেগম, তফিজুল সহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় এলাকাবাসী – লাইলা, রাখি বেগম ও সুরমিলা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার