রাজশাহীতে ভন্ড পীর-ফকিরদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


, আপডেট করা হয়েছে : 12-09-2025

রাজশাহীতে ভন্ড পীর-ফকিরদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

রাজশাহীর পবায় ভন্ড পীর-ফকিরদের সমাজ ও শরীয়তবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উলামায়ে কেরাম ও মুসল্লীরা। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার বায়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বায়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। এ সময় মুসল্লীরা ‘ভন্ড পীরের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘কুরআন-সুন্নাহ পরিপন্থী সব ভুয়া মাজারের কার্যক্রম বন্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।



হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীন বলেন, পবার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে ‘হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফ’-এর আড়ালে গাঁজার আড্ডা বসানো হতো। এ খবর পেয়ে দেড় শতাধিক তৌহিদী জনতা সেখানে গিয়ে তা ভেঙে দেয়। আমরা মসজিদ বা মাজারের বিরুদ্ধে নই, তবে যেখানে অপকর্ম হবে, সেখানেই প্রতিবাদ জানানো হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্নস্থানে ভন্ড পীরদের বিরুদ্ধে আন্দোলন হলে নিরপরাধ আলেম-ওলামাদের গ্রেফতার করা হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, যেন আলেম-ওলামাদের হয়রানি করা না হয়।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে মুসল্লীরা জানান, ভবিষ্যতেও শরীয়তবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তবে তৌহিদী জনতা বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামবে। ইসলামকে কলুষিত করার ষড়যন্ত্র রুখে দিতে আমরা সর্বদা প্রস্তুত।



মানববন্ধনে বক্তব্য রাখেন দারুন উলুম আন নাজমুস সাকিব মাদ্রাসার পরিচালক আবু জাফর। তিনি বলেন, বর্তমানে ভন্ড পীর-ফকিররা ইসলামের নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা কুরআন-সুন্নাহর পরিপন্থী কুসংস্কার ছড়িয়ে দিচ্ছে, যা সরাসরি ঈমান-আক্বিদার উপর আঘাত। প্রকৃত ইসলাম শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা দেয়। অথচ এরা ইসলামকে কলঙ্কিত করে সমাজে অস্থিরতা ছড়াচ্ছে। আবু জাফর বলেন, আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই-পবা উপজেলাসহ দেশের সব অঞ্চলে ভন্ড পীর-ফকিরদের কার্যক্রম বন্ধ করতে হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার