এবার ইসরায়েলের দুটি স্থাপনায় ড্রোন হামলার দাবি ইয়েমেনের


, আপডেট করা হয়েছে : 15-09-2025

এবার ইসরায়েলের দুটি স্থাপনায় ড্রোন হামলার দাবি ইয়েমেনের

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় চারটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলের আগ্রাসনের জবাব এবং ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থনের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। 


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইয়েমেনি সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ ঘোষণা দেন।


ইয়াহিয়া সারি বলেন, তিনটি ড্রোন উম্ম আল-রাশরাশ (ইলাত) অঞ্চলের রামোন বিমানবন্দরে আঘাত হানে। অন্য একটি ড্রোন অধিকৃত নেগেভ এলাকার একটি সামরিক স্থাপনায় লক্ষ্যভেদ করে। তিনি দাবি করেন, চারটি ড্রোনই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে পৌঁছায়।


সারি জোর দিয়ে বলেন, 'ইয়েমেনি জনগণের বিরুদ্ধে এই অপরাধমূলক আগ্রাসন আমাদের সংকল্পকে দুর্বল করতে পারবে না, বরং আমাদের দৃঢ় প্রতিরোধকেই আরও শক্তিশালী করবে।' তিনি পুনর্ব্যক্ত করেন, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং প্রতিরোধের প্রতি সমর্থন কখনো কমবে না।


ইয়েমেনি মুখপাত্র আরও বলেন, শত্রুপক্ষের যেকোনো অপরাধ অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। এসব হামলা ইয়েমেনের অবিচল অবস্থানকে তুলে ধরে যে তারা বৃহত্তর প্রতিরোধ ফ্রন্টের অংশ এবং ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাবে।


বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক সংঘর্ষে ইয়েমেনের ক্রমবর্ধমান ভূমিকা স্পষ্ট করেছে। গাজার প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন গত কয়েক মাস ধরে ইসরায়েল-সম্পর্কিত বন্দর, বিমানবন্দর ও শিপিং লেনগুলোতে হামলা চালিয়ে আসছে। তারা এসবকে ধর্মীয় দায়িত্বের পাশাপাশি কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা হিসেবে বিবেচনা করছে।


ইয়েমেনি নেতৃত্বের মতে, বছরের পর বছর যুদ্ধ ও অবরোধের পরও এসব হামলা প্রমাণ করছে যে তারা এখনও স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে তারা অঞ্চলে ইসরায়েলি আগ্রাসন ও পশ্চিমা-সমর্থিত অপরাধের বিরুদ্ধে একটি প্রতিশ্রুতিবদ্ধ শক্তি হিসেবে নিজেদের তুলে ধরছে।


সূত্র: মেহের নিউজ



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার