গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে


, আপডেট করা হয়েছে : 12-10-2022

গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।

দুই উপজেলার ১৭ ইউনিয়নের ১৪৫ কেন্দ্রে বুধবার সকাল ৮টায় নির্ধারিত ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল ৪টা পর্যন্ত চলবে। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব জানান, এই উপনির্বাচনের সব কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ চালানোর ব্যবস্থা হয়েছে। ফলে ঢাকার নির্বাচন ভবনে স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সরাসরি ভোটকেন্দ্রের পরিস্থিতি দেখা যাবে। 

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে আওয়ামী লীগ থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির (জাপা) এএইচএম গোলাম শহীদ লাঙ্গল মার্কা নিয়ে, বিকল্পধারার জাহাঙ্গীর আলম কুলা প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান আপেল, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন। 

প্রসঙ্গত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপনির্বাচনটি ‘ছোট হলেও’ নির্বাচনি প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সিইসি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার