জার্সিতে বিস্ফোরণে অ্যাপার্টমেন্ট ধসে নিহত ৩


, আপডেট করা হয়েছে : 11-12-2022

জার্সিতে বিস্ফোরণে অ্যাপার্টমেন্ট ধসে নিহত ৩

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে অবস্থিত স্বশাসিত দ্বীপ জার্সিতে একটি অ্যাপার্টমেন্টে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

শনিবার ভোরে ওই বিস্ফোরণের ঘটনায় এখনো ডজনখানেক লোক নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্সের।

জার্সি পুলিশের প্রধান কর্মকর্তা রবিন স্মিথ জানিয়েছেন, বিস্ফোরণের পর দ্বীপের রাজধানী সেইন্ট হেলিয়ারের পোতাশ্রয়ের কাছে অবস্থিত একটি তিনতলা ভবন পুরোপুরি ধসে পড়েছে।

এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণটি শনিবার ভোর ৪টার কিছুক্ষণ আগে হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা জানান, বাসিন্দারা গ্যাসের গন্ধ পাওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকেই ওই ভবনে দমকল বিভাগের ডাক পড়েছিল।

তবে এর সঙ্গে ভোরের আগে হওয়া বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ব্রিটিশ রাজপরিবারের আওতাধীন জার্সি যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত নয়। যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যকার চ্যানেলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়, জনসংখ্যা এক লাখের সামান্য বেশি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার