খেরসনের গণকবরে থেকে ৭ জনের লাশ উদ্ধার


, আপডেট করা হয়েছে : 22-12-2022

খেরসনের গণকবরে থেকে ৭ জনের লাশ উদ্ধার

ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে একটি গণকবরে সাতজন বেসামরিক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

বুধবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে এ তথ্য জানান। খবর ইউনি শাফাকের।

ওলেক্সি রেজনিকভ বলেন, ৩০ নভেম্বর খেরসনের প্রাভডাইন গ্রামে ভিকটিমদের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে এক কিশোরীসহ সাতজন বেসামরিক লোকের লাশ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, শুধু খারকিভ অঞ্চলেই শিশুসহ ৫০০ জনেরও বেশি বেসামরিক লোকের মৃতদেহ পাওয়া গেছে। অনুসন্ধান অভিযান এখনো চলছে।

জাতিসংঘের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, সোমবার পর্যন্ত, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা ১৭ হাজার ৫৯৫-এ পৌঁছেছে, যার মধ্যে  ছয় হাজার ৮২৬ জন মারা গেছেন এবং ১০ হাজার ৭৬৯ জন আহত হয়েছেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার