রাজশাহীতে অভিনব কায়দায় অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান, এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) রাতে রাজশাহী নগরীর বেলপুকুর থানার বেলপুকুর রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত অস্ত্র কারাবারিরা হলো- রেজাউল করিম (৩৮) ও আবু রায়হান ওরফে তোঁতা (৩০)। রেজাউল করিম নাটোরের লালপুর উপজেলার শেরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে ও তোঁতা একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গ্রেপ্তার আসামিরা অস্ত্র বিক্রি করতে রাজশাহীর বিনোদপুরের দিকে যাচ্ছে। খবর পেয়ে র্যাব-৫ এর ওই টিমের আভিযানিক দল ঘটনাস্থলে অ্যাম্বুশে থাকে। এসময় মোটরসাইকেলে যাওয়ার পথে আসামিরা র্যাব সদস্যদের কাছে হাতেনাতে ধরা পরে।
জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরীর বেলপুকুর থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।