তীব্র তাপদাহে পানি শূন্যতা, ব্যাপক হারে ঝরছে আম


, আপডেট করা হয়েছে : 14-04-2023

তীব্র তাপদাহে পানি শূন্যতা, ব্যাপক হারে ঝরছে আম

চাঁপাইনবাবগঞ্জে টানা তাবদাহ ও খরার কারণে বাগান থেকে ঝরে পড়ছে আম। এতে করে বাড়ছে পোকা মাকড়ের উপদ্রবও। ফলে দিশেহারা হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান মালিকরা।

স্থানীয় কৃষি বিভাগ জানায়, গত এক সপ্তাহ ধরে উত্তর পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে গড় তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি’র ঘরে ওঠানামা করছে। তার সঙ্গে যোগ হয়েছে অনাবৃষ্টি। এর ফলে তীব্র খরায় আম বাগানগুলোতে দেখা দিয়েছে পানি শুন্যতা। এরইমধ্যে বিভিন্ন বাগানে ঝরে পড়ছে আম। তবে টানা এই তাপদাহ কি পরিমাণ আমের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারেনি কৃষি বিভাগ।

সদেরর বারোঘরিয়া এলাকার আমবাগানী রবিউল ইসলাম বলেন, দিন দিন তাপমাত্রা বাড়ছে। গরমের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে। আমগাছে সেচ দেওয়া হচ্ছে, তারপরও গুটি টিকানো যাচ্ছে না।
শিবগঞ্জ রানীহাটি এলকার আম বাগানী আশরাফুল ইসলাম বলেন,

তাপমাত্রা বাড়ছে। খরায় আমের গুটি শুকিয়ে হলুদ ফ্যাকাসে রং ধারণ করছে। সেই সঙ্গে বৃষ্টির দেখা মিলছে না। ফলে আমের বোটা শুষ্ক হয়ে গুটি ঝরে পড়ছে। একটু বৃষ্টি হলেই আমের গুটি গুলো টিকে যাবে। আমেরও ভাল ফলন হবে।

এদিকে, টানা দাবদাহের কারণে হোপার পোকার আক্রমণ বেড়েছে বাগানগুলোতে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. কামরুল ইসলাম জানান, বাগান মালিকদের উদ্বিগ্ন না হয়ে গাছের গোড়ায় সেচ নিশ্চিতসহ হোপার পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহার করলে ফলনে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।

আর চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক
ড. পলাশ সরকার জানান,টানা তীব্র গরমের কারণে এবার কালবৈশাখীর কবলে পড়তে পারে আম। তারপরও আম টিকিয়ে রাখতে বাগান মালিকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

উল্লেখ্য : কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় ৩৭ হাজার ৫শ’ ৮৮ হেক্টর জমির বাগানে আম উৎপাদন হতে পারে প্রায় তিন লাখ মেট্রিক টন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার