বিরল সূর্যগ্রহণ আজ


, আপডেট করা হয়েছে : 20-04-2023

বিরল সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আজ ২০ এপ্রিল। এটি হবে বিরল সূর্যগ্রহণ। কেননা, এ গ্রহণের বিশেষত্ব রয়েছে। একে বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ; যা ১০০ বছরে নাকি দেখা যায় একবারই।

২০২৩ সালে মোট চারটি গ্রহণ হবে, যার মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ। ১৮ মাস পরপর একটি করে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ হয়। এ সময় সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় চাঁদ। সূর্যের নানারকমের গ্রহণ হয়। কখনো আংশিক ঢাকা পড়ে সূর্য। কখনো পুরোপুরি ঢাকা পড়ে যায় সূর্য। আবার কখনো বলয়গ্রাস হয়, যা পরিচিত ‘রিং অফ ফায়ার’। আর যদি তিন রকমই গ্রহণ একসঙ্গে ঘটে, তখন তাকে বলে হাইব্রিড গ্রহণ।

আজ বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ। দ্বিতীয়টি হবে ১৪ অক্টোবর। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে ৫ মে। এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ২৮ অক্টোবর দৃশ্যমান হবে। জ্যোতিষ ক্যালেন্ডার অনুসারে, আজ সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৭টা ৩৪ মিনিট। শেষ হবে দুপুর ১২টা ৫৯ মিনিট।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার