রাজশাহী শিক্ষাবোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ১,৮২৮ শিক্ষার্থী


, আপডেট করা হয়েছে : 07-05-2023

রাজশাহী শিক্ষাবোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ১,৮২৮ শিক্ষার্থী

চলতি এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১ হাজার ৮২৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ রোববার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলায় ইংরেজি দ্বিতীয়পত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৮১ হাজার ৬৬৮ জন পরীক্ষা দিয়েছে। আর ১ হাজার ৮২৮ জন পরীক্ষা দেয়নি। পরীক্ষায় অনুপস্থিতির হার ১ শতাংশ।

তিনি আরও জানান, রাজশাহী বিভাগের ২৬৫ কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। এর মধ্যে রাজশাহীর ৫৩ কেন্দ্রে ৩২১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ১৬৮ জন, নাটোরের ২৬ কেন্দ্রে ১৮৮ জন, নওগাঁর ৩৭ কেন্দ্রে ২৫২ জন, পাবনার ৩১ কেন্দ্রে ২৮২ জন, সিরাজগঞ্জের ৪৪ কেন্দ্রে ৩০৪ জন, বগুড়ার ৪২ কেন্দ্রে ২৪৬ জন এবং জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ৬৭ জন অনুপস্থিত ছিল।

আরিফুল ইসলাম বলেন, নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো পরীক্ষার্থী বহিষ্কারও হয়নি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার