১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:২৫:০৪ অপরাহ্ন
নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৩
নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় ঘরের নির্মাণাধীন বারান্দার ইটের দেয়াল ধসে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। 


আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। 


ওই নির্মাণ শ্রমিকের নাম—ওমর ফারুক (২৪)। তিনি সদর ইউনিয়নের কোয়ারপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে। 


পুলিশ ও স্থানীয়রা বলছে, সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে নতুন একটি ভবনের নিচতলার বারান্দার দেওয়ালে নির্মাণকাজ করছিলেন ওমর ফারুক। হঠাৎ সেখানে কাজের জন্য লাগানো বাঁশের খুঁটিতে ধাক্কা লেগে ৩-৪ ফুট উচ্চতার সদ্য গাঁথুনি দেওয়া ইটের দেয়াল ধসে ওমর ফারুকের ওপরে পড়ে যায়। এতে ওমর ফারুক গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন