১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের ২ কংগ্রেসম্যান আসছেন শনিবার
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২৩
যুক্তরাষ্ট্রের ২ কংগ্রেসম্যান আসছেন শনিবার

যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান চার দিনের সফরে শনিবার (১২ আগস্ট) বাংলাদেশে আসছেন। তাঁদের একজন ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও অপরজন বিরোধী রিপাবলিকান দলের।

ডেমোক্র্যাট অ্যাড কেস ও রিপাবলিকান রিচার্ড ম্যাককরমিকের এই সফর প্রধানত কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির দেখার জন্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের কারণে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিকঠাক আয়োজনে সহায়তার কথা বলে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর দুই সরকারের মধ্যে টানাপোড়েন আছে। বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিতে ছয় কংগ্রেসম্যান মার্কিন সরকারের ওপর চাপ বাড়িয়ে চলেছেন। এমন প্রেক্ষাপটে হচ্ছে এই সফর। 

পররাষ্ট্রমন্ত্রী মোমেন মনে করেন, বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় বলে একের পর এক মার্কিন প্রতিনিধিদল সফরে আসছে। দুই কংগ্রেসম্যানের মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 

তাঁরা ঢাকায় কয়েকজন রাজনীতিক ও নাগরিক সমাজের সদস্যদের সঙ্গেও কথা বলবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

শেয়ার করুন