নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যস্ত ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। এর মধ্যেই এক বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন তিনি। ইংল্যান্ডে তার মালিকানাধীন এক পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ জুন) স্থানীয় সময় রাত ৩ টা ২২ মিনিটে নটিংহ্যামশায়ার এবং লেস্টারশায়ারের সীমান্তে আপার ব্রটন গ্রামে অবস্থিত ট্যাপ এন্ড রান নামক পানশালায় আগুন ধরে যায়। আগুনে পানশালার ছাদ এবং দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। নটিংহ্যামশায়ার এবং লেস্টারশায়ারের আটটি অগ্নিনির্বাপক দল পরে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।
অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। তবে আশপাশের ভবনগুলোতে থাকা বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রেখে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ট্যাপ এন্ড রান নামের এই পানশালার মালিক ব্রড এবং সাবেক ইংলিশ ক্রিকেটার হ্যারি গার্নি। ২০১৬ সালে পানশালা ব্যবসায় তাদের সঙ্গী হয়েছিলেন আরেক বন্ধু ও পানশালা চালানোয় অভিজ্ঞ ড্যান ক্র্যাম্প। ২০১৮ সালে চালু হয়েছিল এই পানশালা।