২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:২৮:০৫ অপরাহ্ন
বিশ্বকাপে সফলতার জন্য পেস-স্পিনের সঠিক সংমিশ্রন প্রয়োজন: মুরলিধরন
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৩
বিশ্বকাপে সফলতার জন্য পেস-স্পিনের সঠিক সংমিশ্রন প্রয়োজন: মুরলিধরন

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে শুধুমাত্র স্পিনাররাই কোন দলের ফলাফলের জন্য নিয়ামক হবেন  এমনটা মনে করছেন না মুত্তিয়া মুরলিধরন। লঙ্কান এই স্পিন কিংবদন্তীর মতে, ম্যাচের ফলাফল  নির্ধারনে পেস ও স্পিানরদের মিশ্রন গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে।


এক সংবাদ সম্মেলনে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মুরলি বলেন,‘প্রত্যেক দলেই  ভালো স্পিনার রয়েছে। শুধুমাত্র স্পিনাররা ফলাফল নির্ধারনের নিয়মক হবে-আমি এমনটা মনে করছি না। এজন্য দলের মধ্যে পেস ও স্পিনারদের সঠিক কম্বিনেশন থাকতে হবে।’



তিনি বলেন,‘ওয়ানিন্দু হাসরাঙ্গা (শ্রীলংকান খেলোয়াড়) চোট পেয়েছে, খেলছে না। তবে আফগানিস্তানের কাছে আছে রশিদ খান। ভারতে কুলদীপ যাদব আছেন, যিনি খুব ভালো। (রবিচন্দ্রন) অশ্বিনও আছেন, যাকে আমি বর্তমানে সেরা অফ-স্পিনার হিসাবে বিবেচনা করি। সেই সঙ্গে আছেন (রবীন্দ্র) জাদেজা।‘


মুরালি বলেন,‘তবে আপনি এটা বলতে পারেন না যে, ভারতের উইকেট একেবারে স্পিন সহায়ক। কারণ কোন কোন সময় শিশির ম্যাচের নিয়ামক হয়ে উঠতে পারে। ওই সময় স্পিন কার্যকরী হবে না। সুতরাং আপনার (দলে) স্পিন ও পোসারের ভারস্যাম্য থাকতে হবে। তাহলেই কেবল আপনার এগিয়ে যাবার ভালো সুযোগ তৈরি হবে।’



ভারতীয় স্পিনার কুলদীপের দারুন প্রশংসা করেছেন ক্রিকেট  ইতিহাসে সর্বোচ্চ  ৮০০ উইকেট সংগ্রহকারী এই লংকান কিংবদন্তী।  ‘ম্যাচ উইনার’ হিসেবে তাকে প্রশংসিত করেছে তিনি।  বছরজুড়ে তার মধ্যে ধারাবাহিকতা ছিল উল্লেখ করে তিনি বলেন,‘কুলদীপ খুবই ভালো বোলার। কয়েক বছর আগে তার সময়টা ভাল যাচ্ছিলো না। তবে দারুণভাবে তিনি ক্রিকেটে ফিরে এসেছেন। তিনি উইকেট পাচ্ছেন বলেই তাদের (ভারতের) বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। তিনি একজন ম্যাচ উইনার।’ 


আসন্ন বিশ্বকাপে দলগুলোর সাফল্য পেতে  ফিটনেস ও ভাগ্য উভয়ের প্রয়োজন হতে পারে বলে মনে করেন শ্রীলংকার সাবেক এই অফ স্পিনার। তিনি বলেন,‘সঠিক সময় সঠিক ঘটনাটি ঘটার জন্য ভাগ্যও বড় একটি ভুমিকা রাখে । এটি সব সময় হয়েছে। বিশেষ করে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে আমরা মনে করেছিলাম নিউ জিল্যান্ড জিতবে। কিন্তু ভাগ্যদেবী ইংল্যান্ডের পক্ষে ছিল।‘


শেয়ার করুন