বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজেই ছিল পাকিস্তান।
এরপর আসরের হট ফেভারিট ভারতের বিপক্ষে হেরে কঠোর সমালোচনায় পড়ে যায় পাাকিস্তান ক্রিকেট দল। পরেরে ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারে বাবর আজমরা।
ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর আজ আফগানিস্তানের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গেও হারল পাকিস্তান। টানা তিন ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।
সোমবার ভারতের চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, আমার ভালো স্কোর করতে পারিনি। বোলিংয়েও আমরা ভালো ছিলাম না। কারণ আমরা মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারিনি।
তিনি আরও বলেন, বিশ্বকাপে আপনি যদি একটি বিভাগেও ভালো না করেন তাহলে ম্যাচ জেতা সম্ভব না। বোলিংয়ে আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু উইকেট নিতে পারিনি।
আফগানদের ঐতিহাসিক জয় নিয়ে বাবর বলেন, সব কৃতিত্ব আফগানিস্তানের। তারা খুব ভালো ক্রিকেট খেলেছে।