সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী আজ রবিবার থেকে আবারও সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। একই কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, এনডিএমসহ যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা জোট ও দল। অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি।
দলগুলোর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রেল, সড়ক ও নৌপথে সর্বাত্মক এ কর্মসূচি পালন করা হবে।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে টানা তিনদিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট। এ ছাড়াও চলমান আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে গত শুক্রবার মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া এবং ধর্মীয় উপসানালয়ে প্রার্থনা এবং গায়েবি জানাজার আয়োজন করা হয়।