১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩৭:১২ অপরাহ্ন
কাজের অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর দপ্তরে ঢুকে শারীরিক লাঞ্চিত করল ঠিকাদার
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
কাজের অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর দপ্তরে ঢুকে শারীরিক লাঞ্চিত করল ঠিকাদার

রাজশাহীর পবায় এক ঠিকাদারের কাজের অনিয়মের প্রতিবাদ করায় অফিসে ঢুকে স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের প্রকৌশলীকে ধাক্কা-ধাক্কি করে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। ওই ঠিকাদারের নাম এএফএ আজাদ কামাল (নতুন)। তাঁর বাড়ি উপজেলা দপ্তরের পাশেই ভুগরইল এলাকায়। তিনি মেসার্স নিউ রিলেশন ঠিকাদার প্রতিষ্ঠানের সত্বাধিকারী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আজাদ কামাল ১০-১২ জন লোক নিয়ে গিয়ে এ ঘটনা ঘটান। এ নিয়ে নগরীর শাহমখদুম থানায় একটি অভিযোগ করেছেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন।


ওই অভিযোগ সূত্রে জানাগেছে, ঠিকাদার এএফএ আজাদ কামাল তাঁর দল-বল নিয়ে পবা উপজেলা প্রকৌশলীর দপ্তরে প্রবেশ করেন। এসময় উপজেলা প্রকৌশলী মকবুল হোসেনকে মারতে উদ্যত্ত হন এবং সরকারি কাজে বাধা দেন। এ ঘটনার পরে ওই প্রকৌশলী সরকারি কাজ করতে গিয়ে আতঙ্কিত বোধ করছেন।


নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যাক্ষদর্শী জানান, ওই ঠিকাদার বেশ কয়েকজন বখাটে নিয়ে প্রকৌশলীর রুমে প্রবেশ করেই কথা কাটাকাটি শুরু করে। এর এক পর্যায়ে ঠিকাদার নতুনসহ কয়েকজন প্রকৌশলীকে ধাক্কা-ধাক্তি ও লাঞ্চিত করে এবং হুমকি দিতে দিতে বের হয়ে চলে যায়। তারা জানান, এর আগেও নওহাটা পৌরসভার প্রকৌশলীসহ উপজেলার ঠিকাদারদের সাথে তার এরুপ আচরণের নজির রয়েছে। তিনি নিজেকে স্থানীয় এমপি আয়েন উদ্দিনের নিকট আত্মিয় বলে পরিচয় দেন। 


জানতে চাইলে ঠিকাদার এএফএ আজাদ কামাল বলেন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সামান্য কিছু কথাকাটাকাটি হয়েছে মাত্র। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হলো বুঝতে পারলাম না।’


পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, আমাকে মারার জন্য এসেছিল। হুমকি-ধমকি দিয়েছে। শারীরিকভাবে লাঞ্চিতও করেছে।


জানতে চাইলে শাহমখদুম থানার ওসি মেহেদী হাসান বলেন, এই ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন