১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৮:৪৯:০৪ অপরাহ্ন
রাজশাহীতে দিনে দুপুরে দোকান লুট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
রাজশাহীতে দিনে দুপুরে দোকান লুট

রাজশাহীতে দিনে দুপুরে দোকানের তালা খুলে দেড় লাখ টাকা লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ জুন) বিকেলে নগরীর সেখের চক এলাকার আরোশ স্টোর থেকে এই লুটের অভিযোগ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নগরীর সেখের চক এলাকার আরোশ স্টোরের মালিক জাহাঙ্গীর দোকান বন্ধ করে নামায পড়তে যান। এরপর কেউ একজন নকল চাবি দ্বারা দোকান খুলে ভিতরে যায়। পরে এলাকাবাসীর নজর পড়লে সে দোকানের অর্ধেক শাটার নামিয়ে পালিয়ে যায়।

আরোশ স্টোরের মালিক জাহাঙ্গীর বলেন, ‘আমি আসরের নামাযের জন্য দোকানের শাটার নামিয়ে তালা লাগিয়ে যাই। কিন্তু নামায পড়ে এসে দেখি এলাকাবাসী দোকানের সামনে জড়ো হয়ে আছে। পরে দোকানে এসে দেখি দোকানের শাটার অর্ধেক খোলা এবং নকল একটি চাবিসহ তালা টেবিলে রাখা।’

তিনি আরও বলেন, ‘দোকানের ভিতরে গিয়ে দেখি ক্যাশ এর একটি ড্রয়ারে থাকা পুরো এক লাখ টাকা এবং আরেকটি ড্রয়ারে থাকা প্রায় ৫০ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিং লেনদেনের একটি মোবাইল সেট নেই।’

এ বিষয়ে বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন