রাজশাহীর চারঘাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
উপজেলার চারঘাট ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং বিভিন্ন ইউনিটে এর আইন শৃংখলা বাহিনী পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার ভিডিপি সদস্য টহলরত ছিলেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোহাম্মদ রবিউল আলম।
চারঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে মতিউর রহমান ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক আনারস , তোতা মিয়া মোটর সাইকেল ও জিল্লুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ভোটে অংশ গ্রহন করেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান (নৌকা) প্রতীকে ৭ হাজার ১শ ১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী জিল্লুর রহমান (ঘোড়া) ১২ শত ৬ ভোট পেয়েছেন। মনোনীত প্রার্থী মতিউর রহমান নৌকা ৫ হাজার ৯শত ৯ ভোটে ব্যবধানে নিবার্তি হন। মোট ভোটার সংখ্যা ছিল ১৭ হাজার ৫শ ১৫।