২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০১:৩১:৪৩ অপরাহ্ন
সিলেটে দুদিনের মধ্যে শেষ হচ্ছে টিকার মজুত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২১
সিলেটে দুদিনের মধ্যে শেষ হচ্ছে টিকার মজুত ফটো ক্যাপশন

সিলেটে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী টিকা কোভিশিল্ডের মজুত দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে সিলেট নগরে টিকার প্রথম ডোজ পেয়েছেন এমন প্রায় ১৫ হাজার মানুষকে নতুনভাবে টিকার চালান না আসা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রোববার (৯ মে) পর্যন্ত সিলেট নগরে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ৫৯ হাজার ডোজ টিকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত সিলেট নগরে করোনাভাইরাসের টিকা-কোভিশিল্ডের মজুত রয়েছে মাত্র দুই হাজার ডোজ। কিন্তু প্রথম ডোজ দেয়া হয়েছে তাদের সবার দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে আরও ১৫ হাজার ডোজ টিকা লাগবে।

শেয়ার করুন