২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০১:০৪:২১ অপরাহ্ন
রাবি নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সোহেল, সম্পাদক জয়
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৩
রাবি নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সোহেল, সম্পাদক জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহেল রানাকে সভাপতি এবং ফোকলোর বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু রাকেশ জয় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন। ২৫ নভেম্বর শনিবার এক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি সেতাবুর রহমান সবুজসহ এগারো জন, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশসহ চারজন, সাংগঠনিক সম্পাদক এস. এম শাহরিয়ার সাগরসহ চারজন, প্রচার সম্পাদক তৌফিক আহমেদ এবং দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নবীন হোসেন। এছাড়া উপ দপ্তর সম্পাদক হিসেবে দু’জন এবং উপ প্রচার সম্পাদক হিসেবে দু’জন মনোনীত হয়েছেন।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির  উপদেষ্টা হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, সাদেকুল ইসলাম সাদিক এবং আশিকুর রহমান অপু।


বিগত কমিটির কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে ২৭ জনকে দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে। সেই সাথে আগামী পনেরো দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি দিতে বলা হয়েছে।


শেয়ার করুন