গত ৩০ নভেম্বর হতে ৩ ডিসেম্বর পর্যন্ত নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত ৭ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ানশীপ ও এশিয়ান কারাতে ফেডারেশনের অধিনে রেফরি সেমিনার ও রেফরি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সেখানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ১৩জন রেফরি পরীক্ষায় অংশগ্রহন করে ৭জন পরীক্ষায় পাশ করেন। বাংলাদেশের হয়ে রাজশাহী বিভাগ থেকে এই প্রথম একেএফ জাজ (রেফরি) পরীক্ষায় কৃতৃত্বের সাথে পাশ করেন মো: বকুল হোসেন (কুমিতে) ও মো: সাজ্জাদ হুসাইন (কাতা ও কুমিতে)।
পরীক্ষায় উর্ত্তীন হওয়ার পর এশিয়ান কারাতে ফেডারেশনের আমন্ত্রনে ৭ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ানশীপে জাজ (রেফরি) দায়িত্ব পালন করেন। সেই সাথে এশিয়ান কারাতে ফেডরেশনে পরৗীক্ষায় অংশগ্রহনের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত করায় ও পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় বাংলাদেশ কারাতে ফেডারেশনকে ধন্যবাদ জানান মো: বকুল হোসেন ও মো: সাজ্জাদ হুসাইন।
গতকাল দেশে ফেরার পর তাদের সম্বর্ধনা প্রদান করেন বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে এসোসিয়েশনের শিক্ষার্থীবৃন্দ ও সংগঠনের সভাপতি রেজাউল করিম রাজু। সেই সাথে রাজশাহী তথা বিভাগীয় কারাতে প্রশিক্ষকবৃন্দ অভিনন্দন জানান।