১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩৯:৫৬ অপরাহ্ন
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল যুবারা
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৩
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল যুবারা

গতকাল রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 


যুব এশিয়া কাপের ১০ম আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে সোমবার বিকেলে দেশে ফিরে বাংলাদেশ যুব ক্রিকেট দল। আগামীকাল মঙ্গলবার ডিনারের নিমন্ত্রণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 


রোববার দুবাইয়ে ফাইনালে আগে ব্যাট করে ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি আর মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলামের জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। 


টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশি যুবাদের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ৮৭ রানেই অলআউট হয় সংযুক্ত আরব আমিরাত। ১৯৫ রানের বিশাল ব্যবধানে জয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। 


টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে আমিরাত, দ্বিতীয় ম্যাচে জাপান, তৃতীয় ম্যাচে শ্রীলংকা, সেমিফাইনালে ভারত আর ফাইনালে ফের আরব আমিরাতকে হারিয়ে শিরোপার উল্লাসে মাতে বাংলাদেশ। 


শেয়ার করুন