১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৮:৩০:২৬ অপরাহ্ন
দুর্গাপুরে একটি ইউনিয়নে নৌকার ১৪টি নির্বাচনী অফিস
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৩
দুর্গাপুরে একটি ইউনিয়নে নৌকার ১৪টি নির্বাচনী অফিস

রাজশাহী দুর্গাপুরে একটি ইউনিয়নেই নৌকার ১৪টি নির্বাচনী অফিস করা হয়েছে। এমন অভিযোগ তুলে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওবায়দুর রহমানের কর্মী আহাদ আলী উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানান গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারী দ্বদশ জাতীয় সংসদ নির্বাচন বিধান অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে দলীয় নির্বাচনী অফিস স্থাপন করতে পারবে। অথচ সরকারি আচরণ বিধি লঙ্ঘন করে ৭নং জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীয় নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার অবৈধ্য ভাবে নির্বানী প্রচার ১৪টি অফিস করা হয়েছে।

তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ চেয়ে এমন অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহামানের কর্মী গত ২৮ ডিসেম্বর উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

নৌকার অবৈধ নির্বাচনী অফিসগুলো হলো, কানপাড়া, বাগলপাড়া, জয়নগর, চুনিয়াপাড়া, দাওকান্দি,পারিলা, দূর্গাদহ, নারিকেল বাড়িয়া, হরিরামপুর, ব্রহ্মপুর, সুখানদীঘি, আনোলিয়া, গগন বাড়িয়া ও কলষ্টিয়া অফিস।

এবিষয়ে উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, আমরা অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নিব।


শেয়ার করুন