১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৫:১৫ পূর্বাহ্ন
বাঘা পৌর কাউন্সিলর জাহিদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৪
বাঘা পৌর কাউন্সিলর জাহিদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

রাজশাহীর বাঘা পৌর কাউন্সিলর আবু জাহিদকে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারী) দুপুর ২টার দিকে বাঘা-লালপুর সড়কের বানিয়াপাড়া তেতুলতলা নামকস্থানে তার পথরোধ করে পিটিয়ে জখম করা হয়। আবু জাহিদ বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মুশিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।


জানা যায়, আবু জাহিদ বাজুবাঘা ইউনিয়ন পরিষদ থেকে দুপুরে একটি গ্রামীণ শালিস শেষে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি বাঘা-লালপুর সড়কের বানিয়াপাড়া তেতুলতলা নামকস্থানে পৌঁছলে রাব্বি, বিমন, নিলয়, হাসান, মিজানুর, রাজু, সবুজ, শিমুলসহ ৩/৪ জন পথরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়।


এ ঘটনার কাউন্সিলর আবু জাহিদ বাদি হয়ে ৮ জনকে অভিযুক্ত করে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পূর্ব শত্রুতার জের হিসেবে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।


এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। #


শেয়ার করুন