১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:৩২:৩৩ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধসে পড়ল নির্মাণাধীন ভবনের ছাদ
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধসে পড়ল নির্মাণাধীন ভবনের ছাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দশতলাবিশিষ্ট শহীদ এ এইচ এম কামরুজ্জামান হলের প্রথম তলার ছাদের একাংশ ধসে পড়েছে। এতে ছয়জন শ্রমিক আহত হয়েছেন।


আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।


দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্য তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন হলের উত্তর-পূর্ব কোণের বিমগুলো ধসে পড়েছে। মঙ্গলবার সকালে ঢালাই করা ছাদ ছিটকে পড়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।


এ ঘটনায় ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মো. রাসেল(৩৩) বলেন, আমরা ৯ জন সেখানে কাজ করছিলাম। হঠাৎ করে বিকট শব্দ শুনি। এরপর আমরা পড়ে যায়ই। আমি মুখে সামান্য ব্যথা পেয়েছি। তবে, কয়েকজন গুরুতর আহত হন। নিচে কেউ চাপা পড়েছে কি-না আমার জানা নেই।




বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ বিষয়ে বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এসময় অনাকাঙ্ক্ষিতভাবে বিমগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আমরা বিস্তারিত জানাব।


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এমন ঘটনা ভীষণভাবে অপ্রত্যাশিত। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন সহকারী প্রক্টর তাদের সাথে হাসপাতালে আছেন। কেউ নিখোঁজ আছে কি-না তা আমরা এখনো জানি না। এখন উদ্ধার কাজ আগে, পরে আমরা বিস্তারিত জানাব।


ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় প্রধান ওহিদুল ইসলাম বলেন, এখানে মোট ১১ জন ছিলেন। ৯ জন শ্রমিক ও দুজন কোম্পানির লোক। শ্রমিক ৯ জনই উদ্ধার হয়েছেন। কোম্পানির দুজনকে পাওয়া যাচ্ছে না। এখানে চাপা পড়ে নেই এ তথ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে। এখানে আমাদের মোট ৮টি ইউনিট কাজ চালাচ্ছে।

শেয়ার করুন