১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:২৮:২৮ অপরাহ্ন
তানোরে দেহ ব্যবসার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২৪
তানোরে দেহ ব্যবসার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই গ্রেফতার

রাজশাহীর তানোরে প্রকাশ্যে দিবালোকে নারী দিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বড় ভাই আবুল কাসেম নামের ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করেন থানা পুলিশ। জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামে দীর্ঘদিন ধরে নারী দিয়ে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিলো ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন রাব্বীর বড় ভাই আবুল কাসেম। বিষয়টি এলাকাবাসীরা জানলেও ভয়ে তারা মুখ খুলতে সাহস পায়না। ফলে ওই এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ,দীর্ঘদিন ধরে এমন জঘন্য দেহ ব্যবসাটি করছেন আবুল কাসেম ও তার স্ত্রী সন্তান। কিন্তু আবুল কাসেমের ছোট ভাই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় তাদের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। যার জন্য দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছিলো আবুল কাসেমের দেহ ব্যবসা।


তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আবুল কাসেম কে গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন