১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৮:৫২:২৭ অপরাহ্ন
রাজশাহীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
মো: তুহিন আলী :
  • আপডেট করা হয়েছে : ০৭-০৩-২০২৪
রাজশাহীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রাজশাহীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন  হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৭ই মার্চ)  এই দিবসটি উপলক্ষে  সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

 

এরপর বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা,

মতিহার থানা আওয়ামী লীগ, মহানগর শ্রমিক লীগ, মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ।

 

 

অপরদিকে এ দিবসটি উপলক্ষে  বেলা ১১টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন কাউন্সিলরবৃন্দ।

এরপর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন