বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ তথা গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) কারিগরি দল। রোববার যৌথ কারিগরি মিশনের চূড়ান্ত এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনের দিন, প্রচারের সময় এবং নির্বাচনের আগের ও পরের নির্বাচনগুলোর তুলনায় শারীরিক ও অনলাইনের সহিংসতা কম হয়েছে। এর অন্যতম কারণ দেশব্যাপী কার্যকর নির্বাচনি প্রতিযোগিতার অনুপস্থিতি। এছাড়া নাগরিক অধিকার সংকোচন, বিরোধীদের প্রতি সহিংসতা, বাকস্বাধীনতা না থাকার কারণে জাতীয় নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ন হয়েছে।
আইআরআই-এর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের জ্যেষ্ঠ পরিচালক জোহানা কাও বলেন, নির্বাচনে সহিংসতা নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রে একটি প্রধান প্রতিবন্ধক। বাংলাদেশের নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক করতে হলে সব পক্ষকে অহিংস রাজনীতিকে প্রাধান্য দিতে হবে।