১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৭:৩২:৪০ অপরাহ্ন
মার্কিন সহায়তা না পেলে পিছু হটবে ইউক্রেন: জেলেনস্কি
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২৪
মার্কিন সহায়তা না পেলে পিছু হটবে ইউক্রেন: জেলেনস্কি

মার্কিন প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা না পেলে ইউক্রেন বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে হবে। 

শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটন পোস্টকে আরও বলেছেন, ‘মার্কিন সমর্থন না থাকা মানে আমাদের কাছে কোনো বিমান প্রতিরক্ষা নেই, কোনো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নেই, ইলেকট্রনিক যুদ্ধের জন্য কোনো জ্যামারও নেই। 

এমনকি নেই কোনো ১৫৫ মিলিমিটার গোলাবারুদ। এর মানে হলো ধাপে ধাপে আমাদের পিছু হটতে হবে।’ তবে যাতে পিছু হটা না লাগে এমন কিছু উপায় খুঁজে বের করার চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন