১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২৯:২১ পূর্বাহ্ন
সেমিফাইনালে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান রোহিত শর্মা
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৪
সেমিফাইনালে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান রোহিত শর্মা

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে নির্দিষ্ট বিষয়ের ওপর জোর দিতে চান রোহিত শর্মা। কোনোভাবেই যেন চাপে পড়ে না যায় তার দল, সেভাবেই ম্যাচটি নিয়ে অতিরিক্ত ভাবনা-চিন্তা করতে চান না তিনি। আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন সেমিফাইনালকে। 


বুধবার গায়ানায় সংবাদ সম্মেলনে এসে এমন কথাই জানালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে সেমিফাইনালে নামার আগে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার আত্মবিশ্বাসী। দুই বছর আগের অ্যাডিলেড ম্যাচের স্মৃতি তিনি ভুলতে যাননি। তিনি জানান, রোহিত শর্মার দল অনেক বেশি আগ্রাসী ক্রিকেট খেলছে। আমাদের সতর্ক থাকতে হবে। 


আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এখনো অপরাজিত দল। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে কোনো চাপ নিতে চান না রোহিত শর্মা-কোহলিরা। আর পাঁচটা ম্যাচের মতোই সেমিফাইনালকে দেখতে চান তারা। বুধবার গায়ানায় সংবাদ সম্মেলনে এসে এমন কথাই জানালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বেশ আত্মবিশ্বাসী। বাটলার জানিয়েছেন, রোহিত শর্মার দল অনেক বেশি আগ্রাসী ক্রিকেট খেলছে। আমাদের সতর্ক থাকতে হবে। 


শেয়ার করুন