১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:১৬:২৬ পূর্বাহ্ন
প্রতিদিন নয়, দেওয়া হবে সপ্তাহে দুদিন
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৪
প্রতিদিন নয়, দেওয়া হবে সপ্তাহে দুদিন

বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে তারল্যের জোগান কমিয়ে দেওয়া হলো। আজ সোমবার ১ জুলাই থেকে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে আর প্রতি কার্যদিবসে বিশেষ সহায়তার আওতায় তারল্যের জোগান পাবে না। এখন থেকে প্রতি সপ্তাহে দুদিন কেন্দ্রীয় ব্যাংক তাদের তারল্যের জোগান দেবে। আগে প্রতি কার্যদিবসেই ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর চাহিদা অনুযায়ী তারল্যের জোগান দিত কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর তারল্য ব্যবস্থাপনায় চাপ বাড়বে। তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও দক্ষ হতে হবে।

এ বিষয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা  সোমবার থেকেই কার্যকর হবে।

শেয়ার করুন