১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩৩:৫০ অপরাহ্ন
সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান মিনুর
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২৪
সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান মিনুর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, দেশে একদফার আন্দোলনে সর্বস্তরের জনগণ একাত্ম হয়েছে। মানুষ এ মুহূর্তে সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। জনগণের দাবি মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


মিনু বলেন, আমরা অত্যন্ত সহনশীলতার সঙ্গে ধৈর্য সহকারে শান্তিপূর্ণ উপায়ে চলমান শিক্ষার্থী আন্দোলনকে চূড়ান্ত সাফল্যের জায়গায় দেখার প্রত্যাশা করি। রাজশাহীতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সন্ত্রাসী আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


সংবাদ সম্মেলনে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল কাশেম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. ওয়াসিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন