আরব উপদ্বীপের দেশ কুয়েতে প্রবাসীদের অভিযোগ, পরামর্শ বা যে কোনো মতামত জানতে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল।পেইজ বুক পেইজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রতি মাসের দ্বিতীয় রোববার দেশটির মিসিলায় দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের উপস্থিতিতে এ গণশুনানি হবে বলে জানান রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।
৫ অগাস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতেও কাজ করছে দূতাবাস। এছাড়া কুয়েতের সঙ্গে বাংলাদেশের ব্যবসাবাণিজ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
সভায় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, সাংবাদিকদের মধ্যে মঈন উদ্দিন সরকার সুমন, আহ জুবেদ ,, আল-আমিন রানা, সাদেক রিপন, মোহাম্মদ হেবজু মিয়া ও মহসিন পারভেজ প্রমুখ।