রজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাসসমূহ আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। গত রোববার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সভাপতিত্বে রাবি সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাবি উপাচার্য ভবন লাউঞ্জে সিন্ডিকেটের এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, রাবির ক্লাসসমূহ ১১ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হবে। আর আবাসিক হলসমূহ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে খুলে দেওয়া হবে।
এর আগে, গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা সর্বজনীন পেনশনের আওতায় প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। এর দু‘দিন পর থেকে কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। এতে বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।