সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।
দিনাজপুর বোর্ড সূত্রে জানা যায়, এ বোর্ডের অধীনে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ২০টি কলেজ থেকে কেউ পাস করেনি। এসব কলেজে মোট পরীক্ষার্থী ৬৩ জন রয়েছে।
কলেজগুলো হলো- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল এন্ড কলেজের ৮ শিক্ষার্থী, নৌমারি হাই স্কুল এন্ড কলেজের ১ শিক্ষার্থী, কালিগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থী, শিয়াল খাওয়া কলেজের ৩ শিক্ষার্থী, দুহুলি এসসি হাইস্কুল এন্ড কলেজের ১ শিক্ষার্থী, কাকিনা গালর্স হাইস্কুল এন্ড কলেজের ১ শিক্ষার্থী, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গোগোর কলেজের ৬ শিক্ষার্থী, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলাবাড়ী হাইস্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থী, কদমরসুল হাট হাইস্কুল এন্ড কলেজের ২ শিক্ষার্থী, মোরলহাট জনতা হাইস্কুল এন্ড কলেজের ২ শিক্ষার্থী, সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ১ শিক্ষার্থী, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজের ৬ শিক্ষার্থী, হাকিমপুর উপজেলার বল্ডার হাইস্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থী, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাইস্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থী, নীলফামারী জেলার ডোমার উপজেলার বাঘডোগরা নিমোজখানা হাইস্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থী, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাইস্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থী, রৌমারী উপজেলার শৌলমারী এম আর হাইস্কুল এন্ড কলেজের ১ শিক্ষার্থী, রংপুর জেলার সদর উপজেলার আর্কাডিয়া ইন্টারন্যাশনাল কলেজের ৩ শিক্ষার্থী, গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজের ১ শিক্ষার্থী ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজের ২ শিক্ষার্থী।
এর আগে আজ বুধবার ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসি ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।