১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩৫:২৩ অপরাহ্ন
রাজশাহীতে মিষ্টি কারখানায় হামলায়,ভাংচুর-লুটপাট,দুর্ভোগে শ্রমিকরা
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২৪
রাজশাহীতে মিষ্টি কারখানায় হামলায়,ভাংচুর-লুটপাট,দুর্ভোগে শ্রমিকরা

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পাশে অবস্থিত মিঠাই বাজার মিষ্টির কারখানায় এক ভয়াবহ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে প্রায় ৪০-৫০ জন দুর্বৃত্ত পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হেলমেট মাথায় হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে কর্মচারীদের মারধর ও গালাগালি করে একটি কক্ষে আটকে রাখে এবং তাদের ১২টি মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর কারখানা থেকে প্রায় ৬-৮ লক্ষ টাকা লুট করে এবং বুলডোজার দিয়ে কারখানার স্থাপনা ভেঙে দেয়।


কারখানার মালিক ওয়াসে উদ্দিন আহম্মদ পাভেল জানান, কারখানার জমির মালিক সালাহ উদ্দিন রাজু এ ঘটনার সঙ্গে যুক্ত। তিনি দাবি করেন, রাজুর মা সালেহা খাতুনের কাছ থেকে ২০০৬ সালে জমিটি ভাড়া নিয়ে মিষ্টি কারখানা প্রতিষ্ঠা করেন এবং প্রতি মাসে ভাড়া দেন। বর্তমানে জমির মালিক রাজু বারবার ভাড়া বাড়ানোর চাপ দিচ্ছিলেন এবং কারখানা সরিয়ে নেয়ার জন্য হুমকি দিয়েছিলেন।


এদিকে, জমির মালিক রাজু হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেন যে, পাভেল নিজেই ঘটনাটি ঘটিয়ে দোষ চাপাচ্ছেন।


বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ জানান, কারখানার মালিক পাভেল থানায় অভিযোগ করেছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন